বিশ্বখ্যাত ‘বনি এম’-এ মাতোয়ারা ঢাকার দর্শক

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০১৮, ১২:০০ পিএম
বিশ্বখ্যাত ‘বনি এম’-এ মাতোয়ারা ঢাকার দর্শক

মঞ্চে লিজ মিচেল ও বনি এমের অন্য সদস্য

ঢাকা: বিশ্বখ্যাত ‘বনি এম’-এ মাতোয়ারা হলেন ঢাকার দর্শক। শুক্রবার ১৩ জুলাই ঢাকার মঞ্চ মাতালেন দলটি। রাতে সত্তর দশকের তুমুল জনপ্রিয় এই গানের দলটি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ ‘বনি এম ফিচারিং লিজ মিচেল লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে অংশ নেয়। 

এটি আয়োজন করে ক্রেইন্স লিমিটেড। এই আসরে বনি এম টানা দুই ঘণ্টারও বেশি সময় গান পরিবেশন করে মুগ্ধতা ছড়ায়। রাত সাড়ে সাতটায় মিলনায়তনজুড়ে করতালির মধ্য দিয়ে মঞ্চে আসেন লিজ মিচেল ও বনি এমের অন্য তিন তরুণ সদস্য। শুভেচ্ছা জানিয়েই লিজ মিচেল শুরু করেন তাদের তুমুল জনপ্রিয় গান ‘সানি’ পরিবেশনার মধ্য দিয়ে।

এরপর গাইতে থাকলেন তাদের জনপ্রিয় সব গান। এর মধ্যে ছিলো ‘ডেডি কুল’, ‘মামা বেকার’, ‘হুররে হুররে ইটস অ্যা হলি ডে’, ‘ব্রাউন গার্ল ইন দ্য রেইন’, ‘রাসপুটিন’, ‘বাই দ্য রিভাব অব ব্যাবিলন’ প্রভৃতি। কনসার্টের এক পর্যায়ে লিজ মিচেল বাংলায় কথা বলে চমকে দিলেন উপস্থিত দর্শকদের। চিরকুট দেখে বলে উঠলেন, ‘তোমাদের ভালোবাসি’। 

এরপর জানালেন ১১ জুলাই ছিল তার জন্মদিন। এ কথা শুনে উপস্থিত দর্শকরা তাকে শুভেচ্ছা জানিয়ে ‘হ্যাপি বার্থডে’ গানটি গাইলো সম্মেলক কণ্ঠে। পুরো আয়োজনের শেষের দিকে এসে লিজ মিচেল দর্শকদের চমকে দিলেন আরেকবার। মঞ্চে ডেকে নিলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী-উপস্থাপিকা আলিফ আলাউদ্দীনকে। এরপর একই মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে দুজনে  গেয়ে শোনান বনি এম-এর দুটো গান। 

একটি ‘রিভার্স অব বেবিলন’ অন্যটি ‘ক্যালেন্ডার সং- জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ’। উল্লেখ্য, বনি এম সত্তরের দশকের আলোড়ন তোলা ডিসকো গানের দল। ইউরো-ক্যারিবিয়ান চারজন কণ্ঠশিল্পীর এই গানের দলটির সৃষ্টি করেছিলেন জার্মান সংগীত প্রযোজক ফ্রাঙ্ক ফ্যারিয়ার। বনি এমের প্রথম চার সদস্য হলেন লিজ মিচেল, মারিয়া ব্যারেট, মেইজি উইলিয়ামস ও ববি ফারেল। বর্তমানে দলের প্রধান গায়িকা লিজ মিচেল ছাড়া বাকি তিনজনই তরুণ। 

সোনালীনিউজ/বিএইচ

Link copied!