মনোনয়ন তুলেছেন যেসব সেলিব্রেটি নারী

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৮, ০১:২১ পিএম
মনোনয়ন তুলেছেন যেসব সেলিব্রেটি নারী

তারানা হালিম, ‍শমী কায়সার, কনকচাঁপা, বেবি নাজনীন

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহের দৌড়ে পিছিয়ে নেই নারী প্রার্থীরা। বর্তমান সংসদ সদস্য থেকে শুরু করে সংরক্ষিত আসনের সংসদ সদস্য, সাবেক ছাত্রনেত্রী, শিক্ষক, উদ্যোক্তা, অভিনেত্রী, শিল্পী সবাই ব্যস্ত সময় পার করছেন দলীয় মনোনয়নের দৌড়ঝাঁপে। আওয়ামী লীগ, বিএনপি থেকে মনোনয়ন তুলেছেন একঝাঁক সেলিব্রেটি নারী।

আওয়ামী লীগের সেলিব্রেটি নারী প্রার্থী যারা :
টাঙ্গাইল-৬ আসন থেকে জনপ্রিয় অভিনেত্রী তারানা হালিম এবং মানিকগঞ্জ-২ আসনে কণ্ঠশিল্পী মমতাজ বেগম মনোনয়ন সংগ্রহ করেছেন। বিশিষ্ট নাট্যাভিনেত্রী শমী কায়সার ফেনী-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ময়মনসিংহ-৩ আসনে, রোকেয়া প্রাচী ফেনী-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন।   

বিএনপি থেকে মনোনয়ন তুললেন যেসব সেলিব্রেটি নারী :

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। সংগীতশিল্পী বেবী নাজনীন নীলফামারী-৪ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন। চিত্রনায়িকা শাহরিয়ার ইসলাম শায়লা বিএনপির মনোনয়ন চেয়েছেন ফরিদপুর-৪ আসন থেকে।

সোনালীনিউজ/বিএইচ

Link copied!