আটকে গেলো জঙ্গি হামলা নিয়ে ছবি ‘শনিবার বিকেল’

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৯, ১১:৫৫ এএম
আটকে গেলো জঙ্গি হামলা নিয়ে ছবি ‘শনিবার বিকেল’

জাহিদ হাসান-তিশা

ঢাকা: সেন্সরে আটকে গেলো মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’। সেন্সরের চৌকাঠ পেরোতেই হিমশিম খাচ্ছে এই ছবিটি। মঙ্গলবার দ্বিতীয়বারের প্রদর্শনীতে কার্যত আটকে গেলা চলচ্চিত্রটি।

সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার (১৫ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো ‘শনিবার বিকেল’ ছবিটি প্রদর্শনের আয়োজন করে সেন্সর বোর্ড। এর আগেও গত সপ্তাহে সেন্সর বোর্ডে ছবিটির প্রদর্শনীর আয়োজর করা হয়। দ্বিতীয়বার ছবিটি দেখার সময় সচিবসহ সেন্সর বোর্ডের প্রায় সবাই উপস্থিত ছিলেন।

ছবি প্রদর্শনী শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, ‘শনিবার বিকেল’ মুক্তি পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। সেজন্য সেন্সর ছাড়পত্র স্থগিত করাসহ ছবিটি বাংলাদেশে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়, যোগ করেন নওশাদ। জানা গেছে, ২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানের জঙ্গি হামলা এ ছবির প্রেক্ষাপট।

শনিবারের বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

সোনালীনিউজ/বিএইচ

Link copied!