নিহত জায়ানকে নিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরীর কবিতা

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৯, ০২:১৮ পিএম
নিহত জায়ানকে নিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরীর কবিতা

অভিনেতা চঞ্চল চৌধুরী-জায়ান

ঢাকা: শ্রীলঙ্কার বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশও। বিস্ফোরণের সময় সেখানে অবস্থান করছিলেন বেশ কিছু বাঙালি। তাঁদের মধ্যে অন্যতম আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের পরিবারের কয়েকজন সদস্য। বিস্ফোরণের সময় একটি রেস্তোরাঁয় নিহত হয় শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী। মা-বাবা ও ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল সে। উঠেছিল স্থানীয় একটি হোটেলে। সেখানে তিনি নিহত হন। শিশু এই জায়ানকে নিয়ে লিখেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। 

জায়ান

তোমার মায়াভরা মুখটা বলে দেয়, 
এই নোংরা পৃথিবীটা বাসের অযোগ্য...
কষ্ট লাগে তোমার জন্য, 
তোমার আপনজনদের জন্য...
পিতা হিসেবে সকল শিশুর জন্য...
এমন পৃথিবী আমরা চাইনি.... . 
সকল শিশুর জন্য নিরাপদ পৃথিবী চাই...
সকল মানুষের জন্য সুন্দর পৃথিবী চাই...
ধর্মের নামে সকল অধর্ম বন্ধ হোক...

সোনালীনিউজ/বিএইচ
 

Link copied!