৩ লক্ষ বছর বয়সী ‍‍`বিরলতম‍‍` সাপের সন্ধান পাওয়া গেল!

  • সোনালীনিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ০৪:৫৬ পিএম
৩ লক্ষ বছর বয়সী ‍‍`বিরলতম‍‍` সাপের সন্ধান পাওয়া গেল!

ঢাকা: ৩ লক্ষ বছর বয়সী 'বিরলতম' এক সাপের সন্ধান পাওয়া গেছে। নতুন এই বিষাক্ত সাপের নাম প্রয়াহেচুলা অ্যান্টিকুয়া। এমন বিরল সরীসৃপ আগে কখনও দেখেননি বিজ্ঞানীরা। ২০১১ সালের পর ফের নজরে এলো নতুন আবিষ্কৃত বিষাক্ত সাপের প্রজাতির সরীসৃপ। 

বিজ্ঞানীদের ধারণা, এই বিরলতম সরীসৃপটির বয়স হবে ২৬ মিলিয়ন বছর। অর্থাৎ ৩ লক্ষ ৭৭ হাজার বছর। দেখা মিলেছে ভারতের দক্ষিণপশ্চিম ঘাটে।

বিজ্ঞানীদের দাবি, ২৬ মিলিয়ন বছর আগে এই সরীসৃপের আকৃতি বা গঠন তেমন হেরফের হয়নি। হলেও তা সামান্যই। এরা গাছের ডালে থাকে। কতকটা সবুজ সরু লাউডগা সাপের মতোন দেখতে হয়। প্লজ ওয়ান নামে এক জার্নালে প্রকাশিত এই সাপের সন্ধানের জন্য চেন্নাইয়ের স্নেক পার্কের বিশেষজ্ঞরা, চেন্নাই ও মুম্বইয়ের ন্যাচারাল হিস্ট্রি সোশ্যাইটির গবেষকরা যৌথ পরীক্ষা নিরীক্ষা চালায়। 

বিজ্ঞানীদের ভাষায়, বিষাক্ত সাপের কথা বলা হচ্ছে মানেই যে এটি একটি সাপ তা নয়। সাপের মতোই এর শরীরের গঠন। এমন সরীসৃপ দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় দেখা মেলে। এমন সাপ ৪টি আগে ছিল। সম্প্রতি ওড়িশাতে আরও একটির সন্ধান মিলেছে।

সোনালীনিউজ/এইচএন

Link copied!