নভেম্বর মাসে আঘাত হানবে শক্তিশালী ঘূর্ণিঝড়

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯, ০১:৩৫ পিএম
নভেম্বর মাসে আঘাত হানবে শক্তিশালী ঘূর্ণিঝড়

ঢাকা: নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একটি অথবা দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে নভেম্বর মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে।

গতকাল রোববার (৩ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদফতরের ঝড়সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নভেম্বরে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয় এই কমিটি।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও জানানো হয়, দেশে নভেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। তবে এ মাসে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। আর দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজ করতে পারে।

সোনালীনিউজ/ঢাকা/এসএস

Link copied!