টানা ১০ বছর ধরে খালি পায়ে হাঁটছেন যুবক

  • ফিচার ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০১৬, ০২:৫৩ পিএম
টানা ১০ বছর ধরে খালি পায়ে হাঁটছেন যুবক

আন্দ্রে নভোসিলিও। ইউক্রেনের কেইভ অঞ্চলের বাসিন্দা। ২০০৬ সালে ঘটনা। একদিন পায়ের পাতায় বাড়তি উষ্ণতা অনুভব করলেন। তাই স্যান্ডেল খুলে বরফ ঢাকা রাস্তায় হাঁটা শুরু করলেন। বিষয়টি বেশ মজাদার আর রোমাঞ্চকর লাগলো আন্দ্রের কাছে। আর সেই থেকে শুরু।

টানা দশ বছর ধরে খালি পায়ে হাঁটছেন এ তরুণ। কী শীত, কী গ্রীষ্ম, বরফ কি গরম বালুময় রাস্তা, কখনো জুতো ব্যবহার করেন না আন্দ্রে। তার এ অদ্ভুত জীবনাচার স্থানীয় লোকজনের কৌতুহল হয়ে ওঠে একসময়। তারপর স্থানীয় মিডিয়াও বেশ সারা ফেলে দেন তিনি। খালি পায়ে হাঁটতে গিয়ে যে সমস্যায় পড়েননি, এমন নয়। কখনো পিছলে পড়েছেন, কখনো পা ফেঁটে রক্ত বেড়িয়েছে, স্ত্রী আর সন্তানেরা বাবার জুতো না পড়ার এই অদ্ভুত বিষয়টি নিয়ে নানা কথা বলেছেন, কিন্তু আন্দ্রে নাছোড় বান্দা।

পেশাগত জীবনে প্রোগ্রামার হিসেবে কাজ করার টাই-স্যুট পড়ে অফিস করার বালাই নেই তার। এমনকি খালে পায়ে অফিস যাওয়ার বিষয়টিও মেনে নিয়েছে তার অফিস। সূত্র : ডেইলি মেইল 

সোনালীনিউজ/ঢাকা/এএম

Link copied!