এ কি কারাগার না কি পাঁচতারা হোটেল?

  • ফিচার ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০১৭, ০৩:১১ পিএম
এ কি কারাগার না কি পাঁচতারা হোটেল?

ঢাকা: দেখলেই মনে হবে কোন পাঁচতারকা হোটেল। এখানে রয়েছে খেলার জন্য বিশাল গ্রাউন্ড, সুইমিংপুল, ফুলে ফলে ভরা সবুজ মাঠ। আরও রয়েছে থাকার জন্য সুন্দর বিছানা। এটি হলো একটি কারাগার, হ্যাঁ আপনি ভুল শুনছেন না এটি একটি কারাগার। বলছিলাম নরওয়ের ‘হ্যাল্ডেন প্রিজন’ নামক করাগারের কথা।

সে দেশের দ্বিতীয় সর্ববৃহৎ জেল এটি। ২০১০ সালে তৈরি হয় এই সংশোধনাগার। ‘ইনমেটস’দের থাকা-খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে, তাদের বিনোদনের বেশ কিছু আয়োজনও রয়েছে। খেলাধুলো, গান-বাজনার সময়ে কয়েদিদের সঙ্গে অংশগ্রহণ করেন জেলের কর্মীরাও। 

কয়েদিদের সঙ্গে খেলছেন জেলাররা

কয়েদিরা নিজেরাই এখানে সবজি-ফলের ফলন করায়। রান্নাও করে তারা নিজেরাই। একসঙ্গে খাওয়া-দাওয়া, টেলিভিশন দেখা এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে তাদের স্বাভাবিক পরিবেশের মধ্যে থাকার সুযোগ করে দিয়েছে জেল কর্তৃপক্ষ। 

এখানে রয়েছে নানান বাদ্যযন্ত্র

জেল কর্তৃপক্ষ মনে করেন, আসামী যতই ভয়ানক হোক, তাকে ‘মানুষ’ হিসেবে সম্মান দিলে, কিছুটা হলেও তার ব্যবহারে তা প্রতিফলিত হয়।

২০১৫ সালের এক প্রতিবেদন অনুযায়ি জানা যায়, এই সুবিশাল কারাগারে মাত্র ২১৫ জন কয়েদি রয়েছে।

প্রকৃতির শোভায় সজ্জিত সংশোধনাগার

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!