শসার চাষ করে অভাব ঘুচিয়েছেন হাদিস

  • ভোলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৭, ২০১৯, ০৬:৪৬ পিএম
শসার চাষ করে অভাব ঘুচিয়েছেন হাদিস

ভোলায় শসার চাষ করে অভাব ঘুচিয়েছেন মো. হাদিস। ছবি : সোনালীনিউজ

ভোলা : ভোলার শিবপুর ইউনিয়নের মধ্যরতনপুর গ্রামের দিনমজুর মো. হাদিস শসার চাষ করে নিজের অভাব গুচিয়েছেন। তিনি কৃষি বিভাগের সহযোগিতা পেলে শসা চাষের পরিধি আরো বাড়াতে চান।

কৃষক মো. হাদিস জানান, তিনি দিনমজুর কাজ করে ৭ জনের সংসার চালাতে হিমশিম খেতে হত। অনেক সময় অনাহারে দিন কাটাতে হয়েছে তার। চলতি মৌসুমে তিনি ২৪ শতাংশ জমি লিজ নিয়ে দেশীয় জাতের শসা চাষ করেছেন। তাতে তার মোট ব্যয় হয়েছে ২০ হাজার টাকা।

আবহাওয়া অনুকুলে থাকায় শসার ফলনও হয়েছে ভালো। বাজারেও পেয়েছে চওড়া দাম। প্রথম দুই দফায় তিনি ৫২ হাজার টাকার শসা বিক্রি করেছেন। বর্তমানে তার শসা ক্ষেতে আরো ১৫/২০ হাজার টাকার শসা বিক্রি করতে পারবেন বলে জানান তিনি।

এখন তার সংসারে সচ্ছলতা নেমে এসেছে। এখন তার আর পেছনের দিকে তাকানো হয় না।

কৃষি বিভাগের সহযোগিতা পেলে তিনি আগামীতে আরো ৪৮ শতাংশ জমিতে শসার চাষ বাড়াতে চান। শসার সঙ্গে তার জমিতে লাউ, সীম, ডাটাসহ বিভিন্ন ধরনের শাক সবজির চাষ করতে চান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!