চন্দনাইশে লেবুর বাম্পার ফলন

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৭, ২০১৬, ০৩:০৬ পিএম
চন্দনাইশে লেবুর বাম্পার ফলন

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভিটামিন সি সমৃদ্ধ লেবুর বাম্পার ফলন হয়েছে। মৌসুমী আবহাওয়া অনুবকুল থাকায় চন্দনাইশ উপজেলার পাহাড় কিংবা বাড়িঘরের আঙ্গিনায় প্রচুর ফলন হয়েছে লেবুর। কৃষি সম্প্রসারন অধিদপ্তর মতে চন্দনাইশের কাঞ্চননগর ও ধোপাছড়ি পাহাড়ে ছোট বড় ২২ টি লেবুর বাগান রয়েছে। এ সব বাগানে উৎপাদিত লেব ু এলাকার চাহিদা মিটিয়ে দেশের প্রত্যন্তঞ্চলে সরবরাহ করা হয়।  লেবুর উপকারিতার কারনে চাহিদা থাকায় বেশ দাম ও রয়েছে। প্রতিটি লেবুর দাম প্রকার ভেদে ৫টাকা হতে ১০টাকা পর্যন্ত্য বিক্রি করা হয়। প্রতিদিন সকালে বাগান মালিকরা লেবু নিয়ে এসে উপজেলার কাঞ্চননগর,বাদামতল,খানহাট রেল ষ্টেশন,বাগিচা হাটে বিক্রির জন্য সাজিয়ে রাখে। এখান থেকে পাইকারী ক্রেতারা দেশের বিভিন্নস্থানে সরবরাহ করেন। লেবু বাগান মালিক মুন্সি মিয়া জানান,বাগানে প্রচুর লেবুর ফলন হয়েছে। কিন্তু সরকারীভাবে বাজারজাত করন,সংরক্ষন এবং হিমাগার না থাকায় বাগান মালিকরা তাদের ন্যার্য মূল্য হতে বঞ্চিত হচ্ছে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!