মসজিদের হুজুরের বেতন ৫০ টাকা তাও ৬ মাসের বকেয়া

  • সোনালীনিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ০৫:৫৬ পিএম
মসজিদের হুজুরের বেতন ৫০ টাকা তাও ৬ মাসের বকেয়া

মসজিদের হুজুরদের বেতন নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি লেখা ভাইরাল হয়েছে। সেই পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

মসজিদের হুজুরদের যা বেতন তাতে রাতে যে মুসল্লিদের ঘরে চুরি করতে যায় না এটাই তো অস্টাশ্চার্য বিষয়..! ৩য় শ্রেণির বাচ্চারে প্রাইভেট পড়াবে ৫০০০ টাকা দিয়া মাসে ১৬ দিন ১:৩০ ঘন্টা। আর হুজুরে মাসে ৫বেলা নামাজ পড়াইবে তারে দেবে চৌদ্দগুষ্ঠি মিলে মাত্র ৩৫০০ টাকা!

মাসে ৫০০০ টাকার বিড়ি খাইয়া হুজুরের বেতন ৫০ টাকা তাও ৬ মাসের বকেয়া রাইখা মোড়ের চায়ের দোকানে লেকচার দেয় টুপিওয়ালারা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না...

শহরে কিছু মসজিদের ইমামদের বেতন সন্তোষজনক হলেও গ্রামের অনেক মসজিদের ইমামদের বেতন খুবই কম। তাই দেশের সব মসজিদের ইমাম দের একটা নূন্যতম সরকারি ভাতা দেয়া উচিৎ, পাশাপাশি মুসল্লিরাও দিবে।

হুজুররা যদি সচ্ছল জীবন যাপন করতে না পারে তাহলে এটা পুরো সমাজের জন্যই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে।

-ডা. দীপু মনি এম.পি

সোনালীনিউজ/এইচএন

Link copied!