লকডাউনে পুলিশের সঙ্গে নারী চিকিৎসকের আচরণ ভাইরাল!

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০৫:৪৪ পিএম
লকডাউনে পুলিশের সঙ্গে নারী চিকিৎসকের আচরণ ভাইরাল!

ফেসবুক থেকে নেয়া

ঢাকা: লকডাউনের মধ্যে রাজধানীর সড়কে পুলিশের সঙ্গে এক নারী চিকিৎসকের বিরূপ আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।ব্যক্তিগত গাড়িতে যাওয়ার সময় ওই নারীকে লকডাউনে বের হওয়ার কারণ জানতে চাইলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং নিজেকে চিকিৎসক বলে পরিচয় দেন। তবে নিজের পরিচয়পত্র দেখাতে পারেনি তিনি। 

পরিচয়পত্র দেখতে চাওয়ার জেরে তিনি দায়িত্বরত পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।তাদেরকে তুই-তুকারি করেন।

রোববার (১৮ এপ্রিল) ওই নারীর আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দেশব্যাপী চলমান সর্বাত্মক লকডাউনের ৫ম দিন রোববার (১৮ এপ্রিল) দুপুরে এলিফ্যান্ড রোডে ওই চিকিৎসকের গাড়ি থামিয়ে পরিচয়পত্র দেখতে চান পুলিশ সদস্যরা। এতে ওই চিকিৎসক ক্ষোভ প্রকাশ করে পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটকে তুই-তুকারি করতে থাকেন। এক পর্যায়ে পুলিশকে হারামজাদা বলেও গালাগাল করেন তিনি।

নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা ওই নারী পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘তুই মেডিকেলে চান্স পাস নাই, তাই তুই পুলিশ। আমি চান্স পাইছি তাই আমি ডাক্তার।’

এক পর্যায়ে তিনি কাউকে ফোনে দিয়ে পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেন।

পরে আরেকটি ভিডিওতে পুলিশকে ক্ষমা চাইতে বলেন ওই নারী চিকিৎসক।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

দ্বিতীয় ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সোনালীনিউজ/আইএ

Link copied!