নতুন পে-স্কেল নিয়ে হতাশা বাড়ছেই...

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৫:৪৫ পিএম
নতুন পে-স্কেল নিয়ে হতাশা বাড়ছেই...

ঢাকা: ২০২০ সালে নতুন পে-স্কেল পাবার প্রত্যাশা করেছিলাম সরকারের কাছে। কিন্তু সেই প্রত্যাশা ২০২১ সালেও পূরণ হয়নি। আমার মনে হয়, এর সবচেয়ে বড় কারণ ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবিদের অভাব-হীনতা। 

আরও পড়ুন: পদ বাড়ছে প্রাথমিকে, বেতন-পদোন্নতি নিয়েও এলো সুখবর

দ্রব্যমূল্য যতো বেশিই হোক, গত পে স্কেলের পর থেকে তারা মাস শেষে যেই পরিমাণ বেতন-ভাতা পাচ্ছে, তা দিয়ে তারা একমাস নয়, কয়েক মাস চলতে পারবে বলেই নতুন পে স্কেল নিয়ে তাদের মাথাব্যথা নেই। আর যতোদিন তারা সরকারের কাছে নতুন পে স্কেলের জন্য দাবি না জানাবে, ততোদিন সরকার নতুন পে স্কেল নিয়ে মাথা ঘামাবে না, এটাই সত্য। ১০ থেকে ২০ তম গ্রেডের চাকরিজীবিরা কিভাবে মাস কাভার করছে, তা নিয়ে ভাববার সত্যিই কেউ নেই মনে হয় এই দেশে!!

আরও পড়ুন: কী হবে ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর?

ফেসবুক থেকে নেয়া।

সোনালীনিউজ/আইএ

Link copied!