‘ড. কামাল হতেন জাতিসংঘের মহাসচিব’

  • ফেসবুক-থেকে ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৭, ০৪:৫৯ পিএম
‘ড. কামাল হতেন জাতিসংঘের মহাসচিব’

ঢাকা: রাজনৈতিক দল গণফোরামের সভাপতি ও অন্যতম সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের ৮০তম জন্মদিন আজ সোমবার (২০ এপ্রিল)। ১৯৩৭ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি জাতীয় দৈনিকে কলাম লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। 

সেই লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তার ফ্যান পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন,  ‘রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিলে তার মাপের একজন মানুষকে জাতিসংঘের মহাসচিব হিসেবেও হয়তো দেখতে পেতাম’। সোনালীনিউজের পাঠকদের জন্য ড. আসিফ নজরুলের পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

‘ড. কামাল হোসেনকে একবার ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের বিচারক করার উদ্যোগ নিয়েছিল ইউরোপের কয়েকটি দেশ। বাংলাদেশ থেকে সাড়া পাওয়া যায়নি বলে তা হয়নি। রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিলে তার মাপের একজন মানুষকে জাতিসংঘের মহাসচিব হিসেবেও হয়তো দেখতে পেতাম আমরা। সেটি কোনো আমলেই করা হয়নি। প্রতিটি আমলেই তিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই হয়তো তা হয়নি।’

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Link copied!