লকডাউনে করোনার টিকাদান নিয়ে নতুন সিদ্ধান্ত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১, ০৬:২৬ পিএম
লকডাউনে করোনার টিকাদান নিয়ে নতুন সিদ্ধান্ত

ফাইল ছবি

ঢাকা: আগামী ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। ওইদিন থেকে ১২ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এদিকে ৫ এপ্রিল থেকে করোনাভাইরাসের ১ম ডোজের টিকা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, লকডাউন শুরুর দিন থেকে আপাতত কাউকে করোনার প্রথম ডোজের টিকা দেয়া হবে না।ভারত থেকে করোনার টিকা না আসায় এ সিদ্ধান্ত।তবে ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। 

সোনালীনিউজ/আইএ

Link copied!