এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৯:২৫ এএম
এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে নীতিমালাটি প্রকাশ করা হয়।

নীতিমালা অনুযায়ী, বাংলাদেশি আবেদনকারীদের বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ-৪ এর কম হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

এছাড়া আবেদনকারীদের অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়গুলো থাকতে হবে। এর মধ্যে জীববিজ্ঞানে অন্তত ৩.৫০ জিপিএ থাকতে হবে।

স্বাস্থ্য শিক্ষা বিভাগ জানিয়েছে, নতুন নীতিমালায় ভর্তি পরীক্ষার তারিখ, নম্বর বিভাজন, মেধাতালিকা তৈরির পদ্ধতি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই আলাদা বিজ্ঞপ্তিতে জানানো হবে।

Link copied!