ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৩:২৯ পিএম
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লার মানবিক চিকিৎসক ডা. ফাহমিদা আজিম কাকলী মারা গেছেন। রোববার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর দ্রুত অবনতি হচ্ছিল তার শারীরিক অবস্থার।

পরিবার জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর কাকলীর কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হলে শনিবার তাকে কুমিল্লা থেকে ঢাকায় আনা হয়। হাসপাতালে আইসিইউতে নেওয়ার কিছুক্ষণ পর তার রক্তচাপ হঠাৎ কমে যায়। পরে ভেন্টিলেশনে নিলেও রাতভর সর্বোচ্চ চেষ্টা করেও তাকে আর বাঁচানো যায়নি।

ডা. ফাহমিদা আজিম কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। পাশাপাশি নগর মাতৃসদন কুমিল্লা-এর কনসালট্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার মৃত্যুতে কুমিল্লার চিকিৎসাসেবা অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। রোগী থেকে সহকর্মী-সবাই তার মানবিক আচরণ ও নিবেদিত সেবার কথা স্মরণ করছেন।

দরিদ্র রোগীদের বিনামূল্যে সিজার করিয়ে দেওয়ার জন্য এলাকায় তিনি ছিলেন পরিচিত মুখ। চিকিৎসার বাইরে গান, থিয়েটার ও প্রকৃতিকে ভালোবাসতেন কাকলী। অধুনা থিয়েটারের সক্রিয় সদস্য ছিলেন তিনি।

স্বজনরা জানিয়েছেন, কাকলীর মরদেহ আপাতত হিমঘরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে থাকা তার একমাত্র মেয়ে তুর্ণা দেশে ফিরলে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।

কুমিল্লায় তার মৃত্যুতে সৃষ্টি হয়েছে শোকের আবহ। অকালে নিভে যাওয়া এই চিকিৎসকের মানবিকতা আর সেবার স্মৃতি দীর্ঘদিন মনে রাখবে সবাই।

এসএইচ 

Link copied!