ডেঙ্গুতে থামছেই না মৃত্যু, সচেতনতা জরুরি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৫:৫৬ পিএম
ডেঙ্গুতে থামছেই না মৃত্যু, সচেতনতা জরুরি

ফাইল ছবি

ঢাকা: দেশে ডেঙ্গুর প্রকোপ থেমে নেই। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৬২ জন, চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১১৬ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৩৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৭ জন, খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৫৩ জন, রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৪ জন, রংপুর বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৫ জন এবং সিলেট বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৬ জন রয়েছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৯৬৯ জন। ভর্তি রোগীর মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক সাত শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদফতর সতর্ক করেছে, ডেঙ্গু প্রতিরোধে জনগণকে নিজের বাসা ও আশেপাশের পরিবেশ মশা-প্রতিরোধী রাখতে হবে। বিশেষ করে পুকুর, খাল-বিল, গর্তসহ জমে থাকা পানি মুছে ফেলা এবং মশার বালাই রোধে সতর্ক থাকা জরুরি।

এসএইচ 

Link copied!