একদিনেই বজ্রপাতে নিহত ৩২

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২২, ২০১৯, ০৪:০১ পিএম
একদিনেই বজ্রপাতে নিহত ৩২

ঢাকা: ভারতের বিভিন্ন প্রদেশে একাধিক জায়গায় প্রবল বর্ষণ শুরু হয়। টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যগুলোর বিভিন্ন এলাকা। উত্তর প্রদেশে বৃষ্টির সঙ্গে ছিল প্রবল বজ্রপাত। এতে কানপুর ও ফতেহপুর জেলায় সাতজন করে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া ঝাঁসিতে পাঁচজন, জালুনে চারজন, হামিরপুরে দুজন, গাজীপুরে দুজন এবং জুনপুর, প্রতাপগড়, কানপুর দেহাত ও চিত্রকূটে একজন করে নিহত হয়েছেন।

এর আগে শনিবারও বজ্রপাতে উত্তর প্রদেশের দেওরিয়ায় তিনজন নিহত হন। এ ছাড়া কুশিনগরে সাপের দংশনে নিহত হয়েছেন একজন।

বজ্রপাতে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারপ্রতি চার লাখ রুপি করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। 

অন্যদিকে আহতরা যাতে সঠিক চিকিৎসা পান, সেদিকে নজর রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোনালিনিউজ/এইচএন

Link copied!