যুক্তরাষ্ট্রে আজ এক মঞ্চে ভাষণ দিবেন মোদি ও ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৩:০০ পিএম
যুক্তরাষ্ট্রে আজ এক মঞ্চে ভাষণ দিবেন মোদি ও ট্রাম্প

ঢাকা : যুক্তরাষ্ট্রে আজ রবিবার বিশাল জনসমাবেশে অংশ নেবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধারণা করা হচ্ছে, কাশ্মীর ইস্যুতে এ সমাবেশে কথা বলবেন তিনি। সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

ইন্ডিয়া টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ৫০ হাজার আসনের স্টেডিয়ামে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিদের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘হাওডি মোদি’ সমাবেশ। ২০১৪ সালে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারের পর, এবারই প্রথম যুক্তরাষ্ট্রের মাটিতে এত বড় জনসমাবেশ করছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এতে যোগ দিতে এরই মধ্যে হিউস্টনে পৌঁছেছেন তিনি।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছান নরেন্দ্র মোদি। পৌঁছেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানও। অধিবেশনের সাইডলাইনে সোম ও মঙ্গলবার চিরবৈরি এই দুই দেশের সরকারপ্রধানের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়েছে, আজকের এই মেগা শোতে থাকবে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। সেইসঙ্গে থাকবে গান, বাজনা ও নৃত্য। আর চমক হিসেবে মোদির এই মেগা শোয়ে থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

এবারের সভা নানা দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। কাশ্মীরকে ইস্যু করে পাকিস্তান যখন ভারতকে বিশ্ব দরবারে কোণঠাসা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে, এমন এক পরিপ্রেক্ষিতে অনাবাসীদের উপস্থিতিতে এ ধরনের একটি সভা অত্যন্ত গুরুত্বপপূর্ণ। বিশেষত যেখানে থাকবেন ডোনাল্ড ট্রাম্পও।

নিঃসন্দেহে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে এটা বাড়তি পাওনা। দুই রাষ্ট্রপ্রধানকে একসঙ্গে দেখার উন্মাদনা চড়ছে মার্কিন মুলুকেও। ভারতের সঙ্গে বাণিজ্যের নতুন সমীকরণ ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। বড় ঘোষণা হলে নিঃসন্দেহে তার সুবিধা পাবেন মোদি।

টেক্সাসের হাউস্টনের এনআরজি স্টেডিয়ামের এই সভায় হাজির থাকতে চেয়ে ইতিমধ্যেই ৫০ হাজার নাম নথিভুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সভায় এত লোক অতীতে হয়নি বলে ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!