হাইতিতে অগ্নিকাণ্ড: ১৫ শিশুর মৃত্যু, দগ্ধ ৬০

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২০, ০৫:২৯ পিএম
হাইতিতে অগ্নিকাণ্ড: ১৫ শিশুর মৃত্যু, দগ্ধ ৬০

ঢাকা: ইউনিসেফের শিশু নিরাপত্তা বিভাগের প্রধান জেনিফার মেল্টন বলেছেন, এতিমখানাটিতে বাইবেল অধ্যয়নের একটি গির্জা আছে। সেখানেই মূলত অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস এ নিয়ে টুইটারে একটি বার্তা দিয়ে বলেছেন, এমন হতাহতে আঁতকে উঠেছেন এবং দ্রুত আগুনের লাগার কারণ ও মৃতের সংখ্যা নির্ণয় করে তাদের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে মেল্টন আরও বলেছেন, অগ্নিকাণ্ডে ৬০ জন শিশু দগ্ধ হয়েছে। এই এতিমখানার সুযোগ সুবিধাগুলো তুলে ধরে তিনি বলেছেন এটিই হাইতির শিশু কেন্দ্র হিসেবেই পরিচিত। এ ধরণের এতিমখানাগুলোতে যে সকল শিশু থাকেন তাদের মধ্যে অন্তত ৮০ শতাংশের পিতামাতা আছে। তবে তারা তাদের বাচ্চাদের লালন করতে না পারায় এখানে রেখে যায় বলেও জানিয়েছেন মেল্টন। খবর সিএনএন।

সোনালীনিউজ/টিআই

Link copied!