করোনাভাইরাসে প্রাণ গেল ফ্রান্সের ৩ চিকিৎসকের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৪, ২০২০, ০৩:৪০ পিএম
করোনাভাইরাসে প্রাণ গেল ফ্রান্সের ৩ চিকিৎসকের

ছবি: ইন্টারনেট

ঢাকা: চীন থেকে ছড়ানো মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সের তিন চিকিৎসক মারা গেছেন। ফ্রান্স ন্যাশনাল হেলথ এজেন্সি সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। ওই তিন চিকিৎসকের সবাই ছিলেন উত্তর-পূর্ব ফ্রান্সের গ্র্যান্ড এস্ট অঞ্চলের। খবর আনাদোলুর। তাদের সবার বয়স ৬০-এর ওপর। এদের মধ্যে একজনের বয়স ৬০, আরেকজনের ৬৬ এবং অন্য চিকিৎসকের বয়স ছিল ৬৮ বছর।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১৮৬ জনের মৃত্যু হয়েছে। এটি দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮৬০ জনে। এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮৩৮ জনসহ দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৮৫৬ জন। এর মধ্যে মাত্র ২ হাজার ২০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্যারিস পাবলিক হাসপাতালের এক মুখপাত্র জানান, সব মিলিয়ে প্যারিস অঞ্চলে ৪৯৯ মেডিকেল কর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে ৩২ শতাংশ চিকিৎসক এবং ১৫ শতাংশ নার্স। এ ছাড়া রোগীদের মধ্যে তিনজনকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়।

এদিকে, বিশ্বব্যাপী ৩ লাখ ৭৮ হাজার ৮৫৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৫১৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২ হাজার ৬৯ জন। আক্রান্তদের মধ্যে ২ লাখ ৬০ হাজার ২৭৬ জন চিকিৎসাধীন। 

এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ২১৪ জনের অবস্থা স্থিতিশীল এবং ১২ হাজার ৬২ জন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ১৭১ জনে।  নতুন করে সাত জন মারা যাওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৭৭ জন। ইতালিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৯২৭ জনের শরীরে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭ জনে।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!