যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯২২ জনের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ০৪:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯২২ জনের

ঢাকা: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে মৃত্যুহার দিন দিনই বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন এক হাজার ৯২২ জন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮১৭ জনের। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৪ লাখ ৩১ হাজার ৮৩৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। খবর সিএনএনের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র করোনাভাইরাস কার্ভের চূড়ায় পৌঁছাতে যাচ্ছে। করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৪ হাজার ৮৬৬ জন। এর মধ্যে ৮৮ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২৯ হাজার ৪৯২ জন।

তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৬৯। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮০৯ জন। এর মধ্যে ৩ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।

সোনালীনিউজ/টিআই

Link copied!