করোনায় ৫০ কোটি মানুষ দরিদ্র হবে

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ০৬:১২ পিএম
করোনায় ৫০ কোটি মানুষ দরিদ্র হবে

ছবি: ইন্টারনেট

ঢাকা: চীন থেকে ছড়ানো প্রাণঘাতী করোনাভাইরাস সংকটে সারাবিশ্বে নতুন করে অন্তত ৫০ কোটি মানুষ দরিদ্র হবে। এমনই পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ তাদের গবেষণা বলছে, আর্থিক এবং মানবিক এ সংকটে প্রথমবারের মতো বিশ্বে দারিদ্র্যের হার এতো বেশি হবে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং জি টুয়েন্টিভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সাথে বৈঠক শেষে এমন ভয়াবহ শঙ্কার কথা জানায় জাতিসংঘ।

সংস্থাটির রিপোর্ট বলছে, এ সংকটে বিশ্বব্যাপী দরিদ্র মানুষের সংখ্যা ৪০ থেকে ৬০ কোটি পর্যন্ত বাড়তে পারে। এরমধ্যে ৪০ শতাংশ মানুষই পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ভারতীয় সাব সাহারান অঞ্চল এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের হতে পারে। এ অবস্থা হলে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের দারিদ্র্য বিমোচন কর্মসূচির বাস্তবায়ন হবে না। বর্তমানে পুরো বিশ্বের জনসংখ্যা প্রায় ৭শ' ৮০ কোটি।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!