অক্সফোর্ডে করোনার ভ্যাকসিন নেয়া সেই নারীর মৃত্যু!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২০, ১১:০৪ পিএম
অক্সফোর্ডে করোনার ভ্যাকসিন নেয়া সেই নারীর মৃত্যু!

ঢাকা : অক্সফোর্ডে করোনা ভাইরাস ভ্যাকসিনের প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করা সেই স্বেচ্ছাসেবী মারা গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সেই নারী বিজ্ঞানীর মৃত্যুর খবর গুজব।

রোববার (২৬ এপ্রিল) মিরর ইউকের অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম করোনার কার্যকরী ভ্যাকসিন নেয়া ইউরোপের সেই নারী সুস্থ রয়েছেন।

৩২ বছর বয়সী ড. গ্রানাটো বিসিসিকে বলেন, আমি একজন বিজ্ঞানী। তাই আমি যেখানেই পারি বৈজ্ঞানিক প্রক্রিয়াটিকে সমর্থন করার চেষ্টা করতে চেয়েছিলাম।

ড. গ্রানাটো বিবিসিকে জানান, তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে অনলাইনে গ্রুপচ্যাট করেছেন, এবং তাদের আশ্বস্ত করেছেন যে কোথাও তার মৃত্যুর খবর দেখলে তারা যেন ঘাবড়ে না যান। এর আগে শনিবার একটি ওয়েবসাইট থেকে তার মৃত্যুর গুজব ছড়ায়।

প্রথম মানবদেহে এই ভ্যাকসিন পরীক্ষায় নেতৃত্ব দেয়া অক্সফোর্ড ভ্যাকসিন কর্মসূচির প্রধান প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড বলেন, এই ধরনের গুজব এই মহামারী মোকাবেলার চেষ্টায় সমস্যা তৈরি করবে। এমন গুজব ছড়াতে দেওয়া যায় না।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!