করোনার থাবায় বিশ্বজুড়ে ৪ লাখ ছাড়ালো প্রাণহানী

  • আন্তর্জাতিক ডেস্ক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০২০, ০৯:৫৩ এএম
করোনার থাবায় বিশ্বজুড়ে ৪ লাখ ছাড়ালো প্রাণহানী

ঢাকা : মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা চার লাখ ছাড়ালো। 

রোববার সকাল ৯টায় (বাংলাদেশ সময়) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটের তথ্যমতে, করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৭৪ হাজার ৭২১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ দুই হাজার ৯৪ জন। সুস্থ হয়েছেন এমন রোগীর সংখ্যা এখন ৩৪ লাখ ১১ হাজার ২৮১ জন। 

সবথেকে বেশি আক্রান্তের দিক থেকে এখনও শীর্ষ অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনা ভাইরাস সম্ভবত কখনোই পুরোপুরি নির্মূল হবে না; একে সঙ্গে নিয়েই বেঁচে থাকা শিখতে হবে মানবজাতিকে। অবশ্য একটি স্বস্তির খবর দিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইউএমএ)। 

সংস্থাটি বলেছে, আগামী এক বছরের মধ্যেই করোনা ভাইরাসের কয়েকটি টিকা (ভ্যাকসিন) হাতে চলে আসবে। 

বাংলাদেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ২৬১ জন আর মারা গেছেন ৮৪৬ জন। 

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।

সোনালীনিউজ/এএস

Link copied!