হোয়াইট হাউজের পাশে গুলি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০১৬, ০২:৪৫ পিএম
হোয়াইট হাউজের পাশে গুলি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর ও বাসভবন হোয়াইট হাউজের কাছে গুলির ঘটনা ঘটেছে।  এতে একজন আহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ওই ঘটনার পরপরই হোয়াইট হাউজ বন্ধ করে দেওয়া হয়।

তবে গুলির ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেখানে ছিলেন না বলে জানা গেছে। এদিকে, গুলিবিদ্ধ ব্যক্তির বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি। তবে ওই ব্যক্তিকে গুরুতর ‍অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, অস্ত্রধারী এক ব্যক্তি হোয়াইট হাউজের পশ্চিম দিকের একটি চেকপয়েন্ট দিয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ তাকে অস্ত্র ফেলতে নির্দেশ দেয়। নির্দেশনা অমান্য করলে তাকে গুলি করা হয়।

ঘটনার পর দ্রুতই মার্কিন পার্ক পুলিশ ও সিক্রেট সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে এ ঘটনায় হোয়াইট হাউজের কোনো কর্মকর্তা আহত হননি বলে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ঘটনার সময় ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজের ভেতরে অবস্থান করছিলেন।

এদিকে, ওই চেকপয়েন্টে কি ঘটেছিল সে বিষয়ে সংবাদ সম্মেলনে জানাবেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সোনালীনিউজ/ঢাকা/আমা
 

Link copied!