করোনাক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১০, ২০২০, ০৫:১১ পিএম
করোনাক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী

ঢাকা: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার দুপুরে অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে তিনি নিজেই বিষয়টি জানান।

টুইটবার্তায় প্রণব মুখার্জি বলেন, ভিন্ন একটি কারণে হাসপাতালে যাওয়ার পর আজ আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি আরও বলেন, গত সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, সেলফ আইসোলেশনে থাকতে এবং করোনা পরীক্ষার জন্য তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

৮৪ বছর বয়সী প্রণব মুখার্জি ২০১২ সাল থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি হন কংগ্রেসের এই প্রবীণ নেতা।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের হটস্পটে পরিণত হওয়া ভারতে শনাক্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন এখন পর্যন্ত সাড়ে ৪৪ হাজার মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে প্রায় ৬২ হাজারের মতো করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন এক হাজারের বেশি।

সোনালীনিউজ/টিআই

Link copied!