যুক্তরাষ্ট্রে হিলারিকে শক্তিশালী অটো ইউনিয়নের সমর্থন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৬, ২০১৬, ০৬:১৯ পিএম
যুক্তরাষ্ট্রে হিলারিকে শক্তিশালী অটো ইউনিয়নের সমর্থন

যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইউনাইটেড অটো ওয়ার্কাস ইউনিয়ন বুধবার ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়েছে।
এক বিবৃতিতে ইউনিয়ন প্রেসিডেন্ট ডেনিস উইলিয়ামস দলীয় মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা হিলারির প্রশংসা করে বলেন, তিনি বহুজাতিক অর্থনীতির জটিলতা বোঝেন এবং আমেরিকান শ্রমিকদের সমর্থন করেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, হিলারি ২০০৯ সালে যৌথ দরকষাকষির অধিকারের পক্ষে লড়াই করেছিলেন। যৌথ দরকষাকষির ওপর যখন আক্রমণ হচ্ছিল তখন আমাদের তাকেই প্রয়োজন হয়েছিল। তিনি সমমজুরি, পারিবারিক ছুটি, গুণগত মান এবং শিশু দেখভালের প্রতি মনোযোগি ও সমর্থক।
ইউনিয়নের এ সমর্থন উইসকনসিন, মিশিগান, ওহাইয়ো ও পেনসিলভেনিয়ার মতো শিল্প রাজ্যগুলোতে হোয়াইট হাউজ দৌড় প্রতিযোগিতায় খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
হিলারি তার প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি খুবই সম্মানিত বোধ করছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, প্রেসিডেন্ট হওয়ার সৌভাগ্য অর্জন করলে শ্রমিকদের সংগঠিত করার কাজকেই তিনি অগ্রাধিকার দেবেন। কারণ তার মতে, ইউনিয়ন শক্ত হলে পরিবারগুলোও দৃঢ় ভিত্তি পাবে। আর পরিবারগুলো শক্ত হলে আমেরিকাও শক্ত হবে।

সোনালীনিউজ/এইচএআর

Link copied!