ভারতে নৌবাহিনীর তরুণী চিকিৎসক যৌন হয়রানির শিকার

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৭, ২০১৬, ০৩:৫৯ এএম
ভারতে নৌবাহিনীর তরুণী চিকিৎসক যৌন হয়রানির শিকার

সেনার বিরুদ্ধে ফের উঠল শ্লীলতাহানির অভিযোগ। নৌবাহিনীর এক তরুণী চিকিৎসক তাঁর উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। অভিযোগ, চলতি মাসে ওই কর্মকর্তা তাঁকে ২ বার যৌন নিগ্রহ করেছেন।

উর্ধ্বতন সার্জন কমান্ডারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন নৌবাহিনীর চিকিৎসক এক তরুণী। তাঁর দাবি, নয়াদিল্লিতে চলতি মাসে মোট ২ বার তাঁর শরীর স্পর্শ করেছেন ওই সার্জন কম্যান্ডার। অভিযুক্ত অফিসারকে ছুটিতে পাঠানোর পর নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এ বছরের প্রজাতন্ত্র দিবসে ওই সার্জন কমান্ডারকে বিশিষ্ট সেবা মেডেল দিয়ে সম্মান জানানো হয়। নয়াদিল্লির আএনএস ইন্ডিয়া দপ্তরে তিনি বহাল রয়েছেন।

জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তৈরি তদন্ত রিপোর্ট নৌবাহিনীর প্রধান দপ্তরে জমা দিয়েছে বিশেষ তদন্তকারী বোর্ড (বিওআই)। বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, 'এই রকম বিষয়ে নৌবাহিনী কোনও সহিষ্মুতচা প্রদর্শন করে না। দোষী প্রমাণিত হলে অভিযুক্ত বরখাস্ত হতে পারেন।'

তরুণী চিকিত্‍সকের অভিযোগ, গত ৬ মে নয়াদিল্লিতে নৌবাহিনীর ভাইস-অ্যাডমির‌্যালের বাসভবনে তাঁকে প্রথম বার যৌন হেনস্থা করেন ওই সার্জন কম্যান্ডার। সেদিন ভাইস-অ্যাডমির‌্যালের শয্যাশায়ী মা-কে পরীক্ষা করতে অভিযুক্ত সার্জনের সঙ্গে গিয়েছিলেন ওই তরুণী সার্জন লেফটেন্যান্ট। অভিযোগ, কাজের মাঝে শৌচালয়ে গেলে তাঁর শরীর স্পর্শ করেন সার্জন কম্যান্ডার। বিষয়টি জানিয়ে শীর্ষ স্থানীয় নৌ কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন তিনি। কিন্তু তাতেও পিছু হঠেন না। পরদিন ফের তাঁকে যৌন হয়রানি করেন ওই ব্যক্তি। সূত্র: এই সময়

সোনালীনিউজ/এইচএআর

Link copied!