হজ বর্জনের ঘোষণা ইরানের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩০, ২০১৬, ১০:৩৫ এএম
হজ বর্জনের ঘোষণা ইরানের

সৌদি আরবের বিরুদ্ধে নাশকতা ও নিরাপত্তার প্রশ্ন তুলে এবারের হজ বর্জনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের হজ এবং হাজি বিষয়ক সংস্থা রোববার এক বিবৃতিতে এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, সৌদি সরকারের চলমান নাশকতার কারণে ইরানি হাজিরা হজ পালন করতে সৌদি যাবে না। আর এর সম্পূর্ণ দায় সৌদি সরকারের।

ইরানের সাংস্কৃতিক মন্ত্রী আলি জান্নাতি বলেন, গত বছরের সহিংসতার পর মুসল্লীদের নিরাপত্তা নিশ্চিত করাই ইরানের প্রথম লক্ষ্য।

এদিকে সৌদি পাল্টা অভিযোগে বলেছে, তাদের সাথে চুক্তি সই না করে হাজার হাজার মুসলিমকে হজ পালন থেকে বঞ্চিত করছে ইরান। গত বছর হজে পদ-দলনে ইরানের কয়েকশ হাজি নিহত হওয়া এবং তেহরানে সৌদির দূতাবাসে আগুন দেয়ার পর সৌদি-ইরান সম্পর্ক খারাপ হতে থাকে।

সোনালীনিউজ/ঢাকা/আমা
 

Link copied!