কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১, ১২:৪১ পিএম
কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

ছবি সংগৃহীত

ঢাকা : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় কাশ্মীরের কাঠুয়া জেলায় লখনপুরে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। সঙ্গে সঙ্গে দুই পাইলটকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আরেক পাইলট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

হাল্কা ওজনের সেনার হেলিকপ্টার ‘ধ্রুব’ পাঞ্জাবের পাঠানকোট শহর থেকে আসছিল। কাঠুয়া জেলার লাখানপুরে দুর্ঘটনায় পড়ার সময় হেলিকপ্টারটিতে দুজন চালক ছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, আকাশে হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপর অবতরণের সময় তা দুর্ঘটনার কবলে পড়ে।

কাঠুয়া জেলার সিনিয়র পুলিশ সুপার শৈলেন্দ্র মিশ্র জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহত দুজন চালককে সেনা হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। এরপর হাসপাতালেই নিহত হন এক চালক। অন্য জনের চিকিৎসা চলছে। সূত্র: এনডিটিভি।

সোনালীনিউজ/এএস

Link copied!