৯৬ বছর বয়সে স্নাতক ডিগ্রী অর্জন!

  • অনলাইন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৪, ২০১৬, ০৯:১৩ পিএম
৯৬ বছর বয়সে স্নাতক ডিগ্রী অর্জন!

জাপানের ৯৬ বছর বয়সী এক নাগরিক আগের সকল রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি বয়সে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। মৃৎশিল্পে তিনি এ ডিগ্রী পান। এর ফলে তিনি বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বের সবচেয়ে বয়স্ক স্নাতকডিগ্রীধারীর স্বীকৃতি পান।

শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ বছরের গোড়ার দিকে কিয়োটো ইউনিভার্সিটির আর্টস অ্যান্ড ডিজাইন থেকে ব্যাচেলর অব আর্টস ডিগ্রী অর্জনের পর শুক্রবার জাপানি নাগরিক শিগেমি হিরাতা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদ অর্জন করেন। এর ফলে ১৯১৯ সালের হিরোশিমার একটি খামার বাড়িতে জন্ম নেয়া হিরাতার নাম ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।

তিনি জাপানের ইয়োমিউরি পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা না চিনলেও তাদের অনেকে আমাকে শুভেচ্ছা জানাতে ফোন করেছে। যা আমাকে শক্তি যুগিয়েছে।’

একশ বছর বাঁচার স্বপ্ন দেখা হিরাতার এ ডিগ্রী অর্জনে সময় লেগেছে ১১ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে তিনি নৌবাহিনীতে কাজ করেন।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Link copied!