করোনায় আক্রান্ত প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ১২:১৮ পিএম
করোনায় আক্রান্ত প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ

ফাইল ছবি

ঢাকা: করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ। বুধবার (১৫ এপ্রিল) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এর আগে দুদিন ধরে সামান্য জ্বর ছিল তার। এরপর করোনা পরীক্ষা করান তিনি। এরপরই পজিটিভ রিপোর্ট আসে। এখন তার জ্বর না থাকলেও খানিকটা দুর্বলতা অনুভব করছেন তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন ৮৯ বছর বয়সী এই কবি। মাঝে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে। লকডাউন চলাকালীনও একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। 

এরপর শৌচাগারে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন তিনি। করোনার কারণে বাসা থেকেই চিকিৎসা করাচ্ছিলেন তিনি। চলতি সপ্তাহ থেকেই জ্বর আর পেটের সমস্যা দেখা যায়। তারপর গৃহ চিকিৎসকের পরামর্শ অনুসারে করোনা পরীক্ষা করান শঙ্খ ঘোষ। 

বুধবার রিপোর্ট পজিটিভ আসে। যদিও এখনই হাসপাতালে ভর্তি হচ্ছেন না তিনি। প্রবীণ কবির অবস্থা অনেকটাই স্থিতিশীল। আর তাই বাড়িতেই হোম আইসোলেশনে থাকবেন তিনি। 

সোনালীনিউজ/এমএইচ

Link copied!