ভারতে একদিনে সর্বোচ্চ আড়াই লাখের বেশি শনাক্ত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০১:০৮ পিএম
ভারতে একদিনে সর্বোচ্চ আড়াই লাখের বেশি শনাক্ত

ফাইল ছবি

ঢাকা: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এদিন দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এমনকি বিশ্বে কোন দেশ হিসেবে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের দেশে পরিনত হলো।

এর আগের দিন (১৬ এপ্রিল) আক্রান্ত হয়েছিলো ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। আজকে শনাক্তে রেকর্ড গড়ার পাশাপাশি দেশটিতে টানা ৪ দিন দুই লাখের বেশি রোগী শনাক্ত হলো।

এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক হাজার ৫০১ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৭৭ হাজার ১৫০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক লাখ ৩৮ হাজার ৪২৩ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ২৮ লাখ নয় হাজার ৬৪৩ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৩৯৪টি নমুনা।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে উত্তর প্রদেশ, দিল্লি, কর্ণাটক, ছত্রিশগড়, কেরালা, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৬৭ হাজার ১২৩ জন। ভারতে করোনার সংক্রমণ শুরুর পর থেকে এটিই মহারাষ্ট্রে একদিনে সর্বোচ্চ শনাক্ত।

দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ১৮ লাখ এক হাজার ৩১৬ জন।

ভারতে এখন পর্যন্ত প্রায় ১২ কোটি ৩০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!