বিয়ের অনুষ্ঠানে গিয়ে ৯৫ জন সংক্রমিত, মারা গেলেন কনের বাবা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৪, ২০২১, ০৩:৫১ পিএম
বিয়ের অনুষ্ঠানে গিয়ে ৯৫ জন সংক্রমিত, মারা গেলেন কনের বাবা

ঢাকা : করোনা আবহে বিভিন্ন দেশের মতো বিয়ের অনুষ্ঠান বন্ধ করার জন্য কড়া বিধিনিষেধ জারি করেছে ভারতের রাজস্থান সরকারও।

কিন্তু এই সতর্কতার আগেই বিয়ের মজলিশে যোগ দিয়ে চরম বিপদ ডেকে এনেছে ঝুনঝুনু শহরের শিয়ালোকালার মতো গ্রাম।  খবর আনন্দবাজারের।

গত ২৫ এপ্রিল গ্রামের তিনটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। এবং তার পরেই একদিনে সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৯৫ জন। মারা গেছেন কনের বাবাও।

উৎসবের মাসুল গুনতে এখন স্তব্ধ গোটা গ্রাম। রাস্তায় বাচ্চাদের খেলার আওয়াজ নেই, নেই গাড়ি চলার সামান্যতম শব্দও। প্রতি বাড়ির দরজা বন্ধ। জানলা দিয়ে দু’একটা মুখ উঁকি দিলেও সরে যাচ্ছে দ্রুত।

স্থানীয় বাসিন্দা সুরেন্দ্র শেখাওয়াত বলেছেন, বিয়ের অনুষ্ঠানে গিয়ে গ্রামের ৯৫ জন করোনা আক্রান্ত। ২৫ এপ্রিল এখানে তিনটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। মানুষ তখন যেন ভুলেই গিয়েছিল করোনার কথা। নমুনা পরীক্ষার পরেও সবাই ঘুরে বেড়িয়েছে। এখন সবার টনক নড়েছে। ঘরে ঢুকে বসে রয়েছে গোটা গ্রাম।

এপ্রিলের শেষে সেই বিয়ের পরে হু হু করে ছড়িয়ে পড়ে সংক্রমণ। প্রথম শিকার হন পাত্রীর বাবা, পাপ্পু সিংহ।

সুরেন্দ্র জানান, শিয়ালোকালা গ্রামটা এখন প্রায় ‘একঘরে’। সবাই নাম শুনেই ভয় পাচ্ছে। দুধ, আনাজের মতো জরুরি পণ্যও পাওয়া যাচ্ছে না। প্রশাসন আমাদের সুর্যগঞ্জ যেতে বলছে। কিন্তু লকডাউনে তা কী করে সম্ভব।

উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা না থাকায় চিকিৎসা পাচ্ছেন না করোনা-আক্রান্তরা।  জীবনের প্রতি পদে এখন তাদের অনিশ্চয়তা।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!