আফগানিস্তানে ৩০ কোটি ডলারের সহায়তা দিচ্ছেন বাইডেন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৭:২৮ পিএম
আফগানিস্তানে ৩০ কোটি ডলারের সহায়তা দিচ্ছেন বাইডেন

ঢাকা : আফগানিস্তানে মার্কিন অনুগত আফগানদের জন্য ১০ কোটি ডলারের জরুরি সহায়তা তহবিল ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া পরিষেবা এবং বিভিন্ন সামগ্রী খাতের জন্য আরও ২০ কোটি ডলারের জরুরি সহায়তা অবমুক্ত করেছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার (২৩ জুলাই) এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে হোয়াইট হাউস।

জানা গেছে, অর্থগুলো আফগানিস্তানে ক্রমবর্ধমান শরণার্থী সমস্যা মোকাবিলায় ব্যবহার করা হবে। পাশাপাশি মার্কিন অনুগত আফগানদের বিশেষ ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে কাজে লাগানো হবে।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। সর্বশেষ তথ্যানুযায়ী, ইতিমধ্যে এ প্রক্রিয়া ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। সামরিক জোট ন্যাটের অন্যান্য সৈন্যরাও দেশটি ছেড়ে চলে যাচ্ছে।

এদিকে, গত ২০ বছর ধরে কয়েক হাজার আফগান নাগরিক মার্কিন সেনাবাহিনীর দোভাষী হিসেবে কাজ করেছেন। তাদের মধ্যে প্রায় ১৮ হাজার যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ইতিমধ্যে বিশেষ অভিবাসী ভিসায় আবেদন করেছেন।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!