বিশ্বের উচ্চতম রেল সেতু বানাচ্ছে ভারত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৩:৪৭ পিএম
বিশ্বের উচ্চতম রেল সেতু বানাচ্ছে ভারত

ঢাকা: বর্তমান বিশ্বের উচ্চতম পায়ার ব্রিজ হচ্ছে ইউরোপের মালা-রিজেকা ভায়াডাক্ট। আর এ সেতুটি ভূপৃষ্ঠ থেকে ১৩৯ মিটার উঁচুতে অবস্থিত। কিন্তু ভারতে একটি রেল সেতু করা হচ্ছে যেটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪১ মিটার উচ্চতায় হবে।

বিশ্বের উচ্চতম এই রেল সেতু হচ্ছে দেশটির মণিপুরের ননী উপত্যকায়।এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরের উচ্চতম এই রেল সেতুটি প্রায় ১১১ কিলোমিটার দীর্ঘ হবে, যেটি জিরিবাম-ইম্ফল লাইনের সংযোগকারী হিসেবে কাজ করবে। আর এটিতে প্রায় ৪০ তলা বাড়ির সমান উচ্চতা দিয়ে যাবে ট্রেন।

বর্তমানে জিরিবাম-ইম্ফলে যাতায়াতের জন্য সময় লাগে ১০-১২ ঘণ্টা। কিন্তু নতুন এই ট্রেন রুটটি চালু হলে সেই যাতায়াতের সময় মাত্র আড়াই ঘণ্টায় নেমে আসবে।

সোনালীনিউজ/আইএ

Link copied!