ইউক্রেনে রুশ ৬ হাজার সৈন্য নিহত : দাবি যুক্তরাষ্ট্রের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০২:০৪ পিএম
ইউক্রেনে রুশ ৬ হাজার সৈন্য নিহত : দাবি যুক্তরাষ্ট্রের

ছবি: ইন্টারনেট

ঢাকা : মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন ইউক্রেন যুদ্ধের প্রথম দুই সপ্তাহে আনুমানিক ৫-৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। সিবিএস নিউজকে এ তথ্য জানান তারা। 

বৃহস্পতিবার (১০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এছাড়া আহত রাশিয়ান সৈন্যের সংখ্যা প্রায় ১৫-১৮ হাজার বলে ধারণা করা হচ্ছে বলেও জানান কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, এটি রুশ সেনা হতাহতের উল্লেখযোগ্য ঘটনা। তিনি এই মৃত্যু হারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন।

তবে যুদ্ধে ১২ হাজার রুশ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। গত সপ্তাহে রাশিয়া জানায়, ইউক্রেনে তাদের পাঁচশ'র কম সৈন্য মারা গেছে।

যুদ্ধে নিহতের এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করা কঠিন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের ২০ লাখ ১১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!