নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, একই পরিবারের ৫জনসহ সব আরোহীর মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১২, ২০২৩, ০৭:৫৭ পিএম
নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, একই পরিবারের ৫জনসহ সব আরোহীর মৃত্যু

ঢাকা: নেপালের এভারেস্ট পর্বতমালার কাছাকাছি লিক্ষু এলাকায় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। 

হেলিকপ্টারে মেক্সিকোর একই পরিবারের পাঁচজন এবং নেপালের একজন বৈমানিক ছিলেন। 

উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়েছে বলে জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 
বিবৃতিতে জানায়, ‘দ্য মানাং’ এয়ারের হেলিকপ্টারটি লুকলা থেকে রাজধানী কাঠমান্ডু যাচ্ছিল। মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৪ মিনিটে উড্ডয়নের প্রায় ১০ মিনিটের মাথায় হেলিকপ্টারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বলে তার কার্যালয়ের টুইটারে বলা হয়।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার প্রতাপ বাবু তিওয়ারি জানান, ছয়জনের লাশ উদ্ধার করে কাঠমান্ডু নিয়ে আসা হয়েছে। উদ্ধার কাজে দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারগুলো অবতরণ করতে পারেনি।

সোনালীনিউজ/আইএ

Link copied!