সিরিয়ায় আরও ট্যাঙ্ক পাঠাল তুরস্ক

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০১৬, ০১:২৪ পিএম
সিরিয়ায় আরও ট্যাঙ্ক পাঠাল তুরস্ক

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুদ্ধ করতে উত্তর সিরিয়ায় আরও ট্যাঙ্ক পাঠিয়েছে তুরস্ক।

তুরস্কের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, তুরস্কের কিলিস শহরের সীমানা অতিক্রম করেছে ট্যাঙ্কগুলো। কিছুক্ষণ পর সাংবাদিকরা সিরিয়ান অঞ্চলে গুলির শব্দ এবং ধোঁয়ার উদগীরণ দেখতে পায়। খবর বিবিসি।

তুরস্কের সেনাবাহিনী এগোতে থাকলে সাধারণ মানুষদের পালিয়ে যেতে দেখা যায়।

তুরস্কের মদদপুষ্ট সিরিয়ান বিদ্রোহীরা জানান, তারা কমপক্ষে আটটি গ্রাম আইএসের কাছ থেকে উদ্ধার করেছে।

ট্যাঙ্কসমৃদ্ধ পদাতিক বাহিনী আইএসের অবস্থান লক্ষ্য করে আক্রমন করছিল বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম।

২০টি ট্যাঙ্ক, ৫ গাড়ি সশস্ত্র সৈন্য এবং অন্যান্য সশস্ত্র গাড়ি এই বহরে ছিল বলে প্রতিবেদনে জানানো হয়।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Link copied!