মার্কিন ঘাঁটিতে আইএসের ‍‍রাসায়নিক‍‍ অস্ত্র হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৬, ০৩:০৪ পিএম
মার্কিন ঘাঁটিতে আইএসের ‍‍রাসায়নিক‍‍ অস্ত্র হামলা

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইরাকে মার্কিন সেনাদের ওপর প্রথমবারের মতো রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়েছে।

মার্কিন সেনা কর্তৃপক্ষের দাবি, ইরাকের মসুলের পার্শ্ববর্তী কায়ারা সেনা ক্যাম্পে মাস্টার্ড গ্যাসবাহী রকেট দিয়ে এ হামলা চালানো হয়। খবর বিবিসির।

তবে মঙ্গলবারের এ হামলায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গেছে। ওই সেনা ক্যাম্পে কয়েকশ' মার্কিন সেনা অবস্থান করছেন।

ওইদিন স্থানীয় সময় দুপুরে এ হামলার ঘটনা ঘটে। একটি রকেট লাঞ্চার ছোড়ার পর তা থেকে নির্গত গ্যাসে মাস্টার্ড গ্যাসের উপাদান পাওয়া গেছে বলে দাবি করেছে পেন্টাগন।

পেন্টাগনের বিবৃতিতে আরও বলা হয়, এই হামলায় মিশনে অংশগ্রহণকারীদের ওপর কোনো প্রভাব পড়েনি। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমাদের সেনাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও উপকরণ রয়েছে।

এদিকে বিবিসির মিডল ইস্ট প্রতিনিধি বাগদাদে কোনো ধরনের হামলার বিষয়ে তথ্য দিতে পারেননি।

মাস্টার্ড গ্যাসের প্রভাবে মানুষ মারা যেতে পারে। যথেষ্ট পরিমাণ গ্যাসে বিকলাঙ্গ বা ক্ষতিকর ত্বক, চোখ ও শ্বাসনালীর প্রদাহ হয়।

এরআগে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে রাসায়নিক হামলার ২০টির মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!