ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দিকে জুতা নিক্ষেপ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৫:৪৪ পিএম
ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দিকে জুতা নিক্ষেপ

ভারতের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। ছবি: এনডিটিভি

ভারতের সুপ্রিম কোর্টে বিচার চলাকালে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে লক্ষ্য করে এক বয়স্ক ব্যক্তি জুতা ছুড়ে মারেছেন। ঘটনা ঘটেছে সোমবার সকালে, প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম শুনানি শুরু হওয়ার সময়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম শুনানি শুরু হওয়ার পরই ওই ব্যক্তি ‘ভারত সনাতনের অপমান সহ্য করবে না’ বলে স্লোগান দেন এবং বেঞ্চের দিকে জুতা নিক্ষেপ করেন। নিরাপত্তা কর্মীরা দ্রুত আদালতকক্ষে এসে তাকে গ্রেপ্তার করেন।

জুতা ছুড়ে মারার ঘটনায় আদালতকক্ষে উপস্থিত আইনজীবীরা বলছেন, প্রধান বিচারপতি শান্তভাবে শুনানি চালিয়ে গেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা সংস্থা। জুতা নিক্ষেপকারী পরিচিতি অনুসারে কিশোর রাকেশ নামের এক ব্যক্তি। কেন তিনি এই ঘটনা ঘটিয়েছেন, তা এখনও জানা যায়নি।

ঘটনার পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে, প্রধান বিচারপতি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের দেবতা বিষ্ণুকে নিয়ে মন্তব্য করেছিলেন। খাজুরাহোতে ৭ ফুট উঁচু এক বিষ্ণু মূর্তি পুনর্নির্মাণে বিচারিক হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা নিতে অস্বীকার করার পর তিনি মন্তব্য করেছিলেন, ‘যাও, দেবতাকে নিজে কিছু করে দেখাতে বলো’। এই মন্তব্যের পর সমালোচনা এবং অসন্তোষ তৈরি হয়।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ইন্দিরা জয়সিং বলেছেন, ‘প্রধান বিচারপতি গাভাই দৃশ্যত কোনো বিঘ্ন ছাড়াই তার বিচারিক কাজ চালিয়ে গেছেন। এমন আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য এবং আদালতের মর্যাদা রক্ষা করতে সুপ্রিম কোর্টের সব বিচারপতির একযোগে প্রতিবাদ করা উচিত।’

এসএইচ

Link copied!