ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ১০:৩১ পিএম
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। তবে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি তিনি উৎসর্গ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের অসলোতে নোবেল কমিটি ২০২৫ সালের শান্তি পুরস্কারের জন্য মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই পুরস্কার শুধু আমার নয়— এটি সব ভেনেজুয়েলাবাসীর সংগ্রামের স্বীকৃতি। এটি আমাদের স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা দেবে।

তিনি আরও লেখেন, আমরা আজ স্বাধীনতার একদম দোরগোড়ায় এসে পৌঁছেছি। এই যাত্রায় প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্রের জনগণ, লাতিন আমেরিকার ভাই-বোন ও বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের পাশে থেকেছে। তাই আমি এই পুরস্কারটি ভেনেজুয়েলার নিপীড়িত জনগণ ও আমাদের সহায়তা করা প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছি।

এদিকে মারিয়ার নোবেল জয় নিয়ে হোয়াইট হাউজ এক প্রতিক্রিয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছে। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প না পেলেও তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধ বন্ধ ও জীবন রক্ষার প্রচেষ্টা চালিয়ে যাবেন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে মানবিক হৃদয় ও দৃঢ় সংকল্প। তার প্রচেষ্টাই প্রমাণ করে, ইচ্ছাশক্তি থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।

এম

Link copied!