ভারী বর্ষণে মেক্সিকোতে ৪৪ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১২:৪১ পিএম
ভারী বর্ষণে মেক্সিকোতে ৪৪ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

ঢাকা: টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও বন্যায় মেক্সিকোতে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। রোববার দেশটির সরকারের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েচে, প্রবল বর্ষণ ট্রপিক্যাল স্টর্ম প্রিসিলা ও রেমন্ড-এর কারণে সৃষ্ট ভূমিধস এবং বন্যা দেশটির পাঁচটি রাজ্যে তাণ্ডব চালিয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভারাক্রুজ রাজ্যে ১৮ জন, হিদালগোতে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে ১ জন প্রাণ হারিয়েছেন।

রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবাউমের সরকার ১৩৯টি ক্ষতিগ্রস্ত শহরের জন্য একটি সহায়তা পরিকল্পনা বাস্তবায়ন করছে।

মেক্সিকান সামরিক বাহিনীর পোস্ট করা ছবিতে দেখা যায়, সৈন্যরা লাইফ রাফ্ট ব্যবহার করে মানুষকে সরিয়ে নিচ্ছে, কাদায় ডুবে যাওয়া ঘরবাড়ি এবং উদ্ধারকর্মীরা কোমর-সমান পানিতে হেঁটে শহরের রাস্তায় চলাচল করছে।

পিএস

Link copied!