দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ৮

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৯:১০ পিএম
দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ৮

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চব্বিশজন। বিস্ফোরণের পর মুম্বাই, জয়পুর, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডসহ কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, এটি ছিল অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। এতে আশপাশের আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষতি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে এবং মাটিতে পড়ে আছে পুড়ে যাওয়া মরদেহ।

দিল্লির লোক নায়ক জয়প্রকাশ হাসপাতাল (এলএনজেপি) আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দিল্লি ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে প্রায় বিশটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, লাল কেল্লা-যা লাল কিল্লা নামেও পরিচিত-মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন এবং দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যেখানে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে।
সূত্র: এনডিটিভি

এসএইচ 
 

Link copied!