যুক্তরাষ্ট্রে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৬, ০৬:৫৯ পিএম
যুক্তরাষ্ট্রে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির স্থানীয় সময় রোববার রাতে এই ভূমিকম্পটি অনুভূত হয়।

এই ভূমিকম্পে কারণে বাড়িঘরের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কারণে ওকলাহোমা অঙ্গরাজ্যে সোমবার (৭ নভেম্বর) স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পের পরপর শহরের বিভিন্ন এলাকার ব্রিজের অবস্থা পর্যবেক্ষণে কাজ শুরু করেছে ওকলাহোমা পরিবহন পর্যবেক্ষণ বিভাগ।

এ নিয়ে গত এক সপ্তাহের ব্যাবধানে ওকলাহোমায় কমপক্ষে ১৯টি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!