ছবি: ডন
ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) বাংলাদেশে সরবরাহের জন্য ১ লাখ টন চাল কেনার লক্ষ্যে নতুন দরপত্র আহ্বান করেছে। সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষ দৈনিক দ্য ডন।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, গেল ২০ নভেম্বর জারি করা টিসিপি–র টেন্ডার অনুযায়ী মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর বেলা ১১টা ৩০ মিনিট। করাচি বন্দর দিয়ে ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশে রপ্তানির জন্য এক লাখ টন লম্বা দানার সাদা চাল (আইআরআরআই-সিক্স) কেনার লক্ষ্যে কোম্পানি, অংশীদারিত্ব ও একক মালিকদের কাছ থেকে পৃথক সিল করা দরপত্র আহ্বান করা হয়েছে।
দরপত্রে উল্লেখ করা হয়েছে, চাল অবশ্যই পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ ফসলের মজুদ থেকে সরবরাহ করতে হবে। চালের দানা মানুষের ব্যবহারের উপযোগী হতে হবে, যাতে কোনো অপ্রীতিকর গন্ধ, ছত্রাক, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড় বা আক্রমণের চিহ্ন না থাকে।
পাকিস্তান এবং বাংলাদেশ চলতি বছরের ফেব্রুয়ারিতে ৫০ হাজার টন চাল আমদানির মাধ্যমে সরকারে-সরকারে সরাসরি বাণিজ্য শুরু করে। কয়েক দশকের অস্থির সম্পর্কের পর ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দ্বিপাক্ষিক যোগাযোগ ও অর্থনৈতিক সম্পৃক্ততাও ক্রমেই বাড়ছে। সূত্র: দ্য ডন
এসএইচ
আপনার মতামত লিখুন :