ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি

প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৪:৩১ পিএম
প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

ফাইল ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

ট্রাম্প তাঁর পোস্টে জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও দেশটির নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে। ওই অভিযানের অংশ হিসেবে মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে এবং পরে তাঁদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতায় সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে এবং আজ সকাল ১১টায় মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে ভেনেজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাতে দেশটিতে হামলা শুরু করে মার্কিন বাহিনী। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয় সময় গভীর রাতে বিস্ফোরণের পর শহরের বিভিন্ন অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট মাদুরোর আটক হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্টের এই দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি এবং সামরিক অভিযানের প্রকৃত অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে সবাই এখন ট্রাম্প ঘোষিত সংবাদ সম্মেলনের দিকে তাকিয়ে রয়েছে।

এসএইচ 


 

Link copied!