ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় নিজ বাসভবনের বেডরুম থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ একাধিক শহরে একযোগে আকস্মিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ওই অভিযানের সময় প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করে মার্কিন সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স এবং সেখান থেকেই মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়।
সূত্রগুলোর দাবি, অভিযানের সময় প্রেসিডেন্ট দম্পতি ঘুমিয়ে ছিলেন। ডেল্টা ফোর্সের এই অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হয়নি বলে জানিয়েছে একটি মার্কিন সূত্র। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে জানান, অভিযানের সময় কয়েকজন সেনা আহত হয়েছেন, যদিও তাদের আঘাত গুরুতর নয়। তিনি আরও স্বীকার করেন, অভিযানের সময় একটি হেলিকপ্টার হামলার শিকার হয়েছিল।
আটকের পর মাদুরো ও তার স্ত্রীকে প্রথমে হেলিকপ্টারে করে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের একটি মার্কিন যুদ্ধজাহাজে তোলা হয় বলে জানান ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে তারা ইউএসএস ইও জিমা যুদ্ধজাহাজে রয়েছেন এবং সেখান থেকেই তাদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হবে।
ট্রাম্প বলেন, “হেলিকপ্টারে তাদের যাত্রা ছিল খুবই ভালো। আমার বিশ্বাস, তারা সেই ফ্লাইট উপভোগ করেছেন। কিন্তু এটা ভুলে গেলে চলবে না—মাদুরো ও তার স্ত্রী অসংখ্য মানুষের মৃত্যুর জন্য দায়ী।”
এদিকে এই ঘটনাকে ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। মাদুরোর আটক ও তাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার খবরে দেশটির রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সূত্র: সিএনএন
এম
আপনার মতামত লিখুন :